বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

সালমানের সঙ্গে জুটি বাঁধছেন প্রীতি জিনতা !

নিউজ ডেস্ক:

‘ইশক ইন প্যারিস’র পর বলিউডের মিস্টি মেয়ে প্রীতি জিনতার কোনো ছবি মুক্তি পায়নি। সেটাও ২০১৩ সালের কথা। এখন কাজ করছেন ‘ভাইয়্যাজি সুপারহিট’ ছবিতে। কিন্তু ২০১৪ সালে শুরু হলেও নানা ঝামেলার কারণে এখনো শ্যুটিং শেষ হয়নি ছবিটির। ফলে প্রীতির বলিউড ক্যারিয়ার এখানেই থমকে গেল কী না- তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছেই।

এরইমধ্যে সুখবর শোনা গেল। এক দশকেরও বেশি সময় পর প্রীতি তার দীর্ঘ দিনের বন্ধু সালমান খানের সঙ্গে জুটি হয়ে পর্দায় ফিরছেন। গতকাল শনিবার বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে ইয়াহু নিউজ জানিয়েছে খবরটি। তবে এখনো সবকিছু প্রাথমিক পর্যায়ে। সালমান-প্রীতি জুটিকে সর্বশেষ শিরিশ কুন্দেরের ‘জান-এ-মান’ ছবিতে কাজ করেন। ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৬ সালের অক্টোবরে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular