বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

সালমানের সঙ্গে ঘনিষ্ঠ ক্যাটরিনা !

নিউজ ডেস্ক:

বলিউডে সালমান খান-ক্যাটরিনা কাইফ জুটির সবচেয়ে আলোচিত ছবিগুলোর একটি ‘এক থা টাইগার’। ছবিটি মুক্তি পেয়েছিল ২০১২ সালের ১৭ আগস্ট।

গতকাল ছিল তার পাঁচ বছর পূর্তি। দীর্ঘ এ সময় সালমান-ক্যাটরিনা জুটিকে আর বড় পর্দায় দেখা যায়নি। পাঁচ বছর পর তারা একই ছবির সিক্যুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’ দিয়ে ফিরছেন।

বুধবার ‘এক থা টাইগার’র পাঁচ বছর পূর্তি উপলক্ষ্যে ফেসবুক-ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন ক্যাটরিনা। ছবিটি ‘টাইগার জিন্দা হ্যায়’ এর শ্যুটিং চলাকালে তোলা। সালমানের পেছন থেকে তোলা হলেও বুঝতে অসুবিধা হচ্ছে না তিনি সালমানই। তার সঙ্গেই আছেন ক্যাটরিনা। ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘মাশাআল্লাহ, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘এক থা টাইগার’র পাঁচ বছর।

আলি আব্বাস জাফরের পরিচালনায় আসছে ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘টাইগার জিন্দা হ্যায়’। ছবিটির বিশেষ চরিত্রে দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়ালকে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular