বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

সালমানের মনে যে কুসংস্কার !

নিউজ ডেস্ক:

আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে সালমানের এবারের সিনেমা ‘টিউবলাইট’। সিনেমাটির ট্রেলার মুক্তির পরপরই সালমান ভক্তদের মাঝে দেখা দিয়েছে উচ্ছ্বাস আর গবেষণা। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো, সালমান খানের দাঁড়ানোর ভঙ্গি! এখানেও পিছন ফিরে দাঁড়িয়ে আছেন ‘সুলতান’ খ্যাত সালমান।

বিশেষত্ব হলো, এই পোজেই তাকে বেশিরভাগ ছবির পোস্টারে দেখা যায়। ওয়ান্টেড’, ‘প্রেম রতন ধন পায়ো’, ‘এক থা টাইগার’ এমন কি `দাবাং ২’ সিনেমার ফাস্ট লুকেও দেখা যায় সালমানের ব্যাক আপ স্টাইল। প্রত্যেকটি ছবিই সুপারহিট ছিল। পেয়েছে ব্লকবাস্টারের খেতাব। আর এই জন্যেই মনে হয় নিজের এই কুসংস্কারটি ‘টিউবলাইট’ সিনেমার ধারাবাহিকতায় ধরে রেখেছেন সাল্লু।

তবে এ নিয়ে অবশ্য কারো কোনো মাথাব্যথা নেই। কারণ, সালমান খান মানেই যে বক্স অফিসে ঝড় সে কথা তো সবাই জানে।

সূত্র: ইন্ডিয়া ডট কম

Similar Articles

Advertismentspot_img

Most Popular