সারোয়ার-তামিম গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার !

0
24

নিউজ ডেস্ক:

রাজধানীর বাড্ডা থেকে নব্য জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের তিনজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
মঙ্গলবার দিবাগত রাতে বাড্ডার আফতাবনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃতদের পরিচয় জানা যায়নি।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে দুপুরে সংবাদ সম্মলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।