1. [email protected] : amzad khan : amzad khan
  2. [email protected] : NilKontho : Anis Khan
  3. [email protected] : Nil Kontho : Nil Kontho
  4. [email protected] : Nilkontho : rahul raj
  5. [email protected] : NilKontho-news :
  6. [email protected] : M D samad : M D samad
  7. [email protected] : NilKontho : shamim islam
  8. [email protected] : Nil Kontho : Nil Kontho
  9. [email protected] : user 2024 : user 2024
  10. [email protected] : Hossin vi : Hossin vi
সামাজিক মাধ্যমেও বন্যাদুর্গতদের পাশে মানুষ | Nilkontho
২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
হোম জাতীয় রাজনীতি অর্থনীতি জেলার খবর আন্তর্জাতিক আইন ও অপরাধ খেলাধুলা বিনোদন স্বাস্থ্য তথ্য ও প্রযুক্তি লাইফষ্টাইল জানা অজানা শিক্ষা ইসলাম
শিরোনাম :
যেকোনো দাবি আদায়ের লক্ষ্যে ইবির প্রধান ফটক বন্ধে নিষেধাজ্ঞা চব্বিশের বীর যোদ্ধা খালেদ দুই দিন ধরে নিখোঁজ রোহিঙ্গাদের ফেরাতে আসিয়ানের সহায়তা চায় বাংলাদেশ উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা “জাস্টিস ফর জুলাই” ইবি শাখার আহবায়ক নাহিদ, সদস্য-সচিব রেজুয়ান শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি দাবি আদায় না হলে গণপরিবহন বন্ধের ঘোষনা রাবিতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে ৬ শিক্ষার্থীকে স্থায়ী বহিস্কারসহ ৩৩ জনকে শাস্তি গাইবান্ধায় বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ১৩ জীবননগর প্রতাপপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন চুয়াডাঙ্গার উথলীতে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত ছেলে আর ফিরবে না, তবু ভাত নিয়ে অপেক্ষায় মা সিরাজদিখানে স্বাস্থ্যসেবা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত রাবি পাঠক ফোরামের ৩২তম কার্যনির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত রাবির যশোর জেলা সমিতির নবীণবরণ ও প্রবীণবিদায় অনুষ্ঠিত হাসান আরিফ মানবাধিকার রক্ষায় ভূমিকার জন্য স্মরণীয় হয়ে থাকবেন: প্রধান উপদেষ্টা কচুয়ায় সরাইলকান্দি গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন সিরাজদিখানে ইট ভাটায় অভিযান, ৪ লাখ জরিমানা দর্শনা কেরুজ চিনিকলের মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন পঞ্চগড় তেঁতুলিয়ায় মহানন্দা নদী থেকে ১০ রাউন্ড গুলিসহ অস্ত্র উদ্ধার

সামাজিক মাধ্যমেও বন্যাদুর্গতদের পাশে মানুষ

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

বন্যাদুর্গতদের রক্ষায় ত্রাণ সংগ্রহ ও উদ্ধার কাজে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সরসরি ঝাঁপিয়ে পড়ছেন। পাশপাশি দুর্গতদের শনাক্তকরণসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা তথ্য দিয়ে বন্যাকবলিতদের পাশে দাঁড়াচ্ছেন।

ত্রাণকাজের ছবি, ভিডিও আর এ–সংক্রান্ত হরেক রকম আবেদনে এখন ফেসবুক জুড়ে রয়েছে। বিভিন্ন গ্রুপ, সংগঠন, সংস্থা, প্রতিষ্ঠান, এমনকি ব্যক্তিগত উদ্যোগেও মানুষ এই সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন তাঁদের আহ্বান, অনুরোধ, অভিমত, অভিজ্ঞতা।

মুঠোফোন নম্বর, ব্যাংকের সঞ্চয়ী হিসাব নম্বর, যোগাযোগের ঠিকানা—এসব তুলে দিচ্ছেন। মানুষ তাতে সাড়াও দিচ্ছেন।

অন্য সব বিষয়–আশয়, পরস্পর বিবাদ–বিষোদ্‌গার এমনকি পাকিস্তানের সঙ্গে টাইগারদের টেস্ট ম্যাচের বিষয়টিও গৌণ হয়ে গেছে ফেসবুকে। ফারদিন হাসান নামের একজন ফেসবুকে লিখেছেন, ‘পুরা ফেসবুক ওয়ালে খেলা নিয়ে একটা পোস্টও দেখলাম না। সবার চিন্তা কেবল বন্যা ও ভারতের স্বেচ্ছাচারিতা নিয়ে। আমার দেশটা আসলেই বদলে গেছে, আমার দেশের মানুষ দেশ নিয়ে ভাবতে শুরু করেছে! এই দেশ আর যা–ই হোক, বিপথে যাবে না। ’

অনেকে নানাভাবে সহায়তা করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ত্রাণকেন্দ্র খোলা হয়েছে বলে পোস্ট দিয়েছেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার পর্যন্ত সেখানে ১৪ লাখ ৬০ হাজার টাকা তহবিল ও ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে বলে তিনি ফেসবুকে জানিয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীর ‘লজিস্টিকস এরিয়া রিলিফ ফান্ড’, রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ফেসবুকে ত্রাণ সংগ্রহের কাজ চলছে বলে আহ্বান জানানো হয়েছে। বিমান ও নৌবাহিনীরও ত্রাণকাজের এমন উদ্যোগ রয়েছে।

কত মানুষ কতভাবে যে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন! ব্যক্তিগতভাবে আমজাদ খান নামের একজন গণমাধ্যমকে জানান, ৪৫০ টাকা দামের লাইফ জ্যাকেট তিনি উদ্ধারকর্মীদের ১৫০ টাকায় দিচ্ছেন। ইমাম হোসেন নামের আরেকজন লিখেছেন, ত্রাণসামগ্রী, নৌকা বা স্পিডবোট পরিবহনের জন্য তাঁর দুটি ট্রাক নিয়োজিত রয়েছে।

ছাগলনাইয়ার মিশু মজুমদার ফেসবুকে লেখেন, ছাগলনাইয়া বাজার তাঁদের মিশু ফিলিং স্টেশন থেকে ত্রাণকাজে ব্যবহৃত যানবাহনের জন্য বিনা মূল্যে জ্বালানি তেল দেওয়া হচ্ছে। আজ সকালে ফেসবুকে মিশু মজুমদারের দেওয়া নম্বরে ফোন করলে তিনি বলেন, তাঁদের ফিলিং স্টেশনটি পানিতে ডুবে গেছে। সেখানে ২৬ হাজার লিটার তেল ছিল। তার মধ্য থেকে মাত্র দেড় হাজার লিটার তেল উদ্ধার করতে পেরেছেন। তিনি বিনা মূল্যে এই তেল ত্রাণকাজের জন্য দান করেছেন। ত্রাণকর্মীরা ফিলিং স্টেশনে গেলে তাঁদের জ্বালানি তেল দেওয়া হচ্ছে।

চট্টগ্রামের এইচ এম অ্যাগ্রো নামের একটি প্রতিষ্ঠান তাদের ফেসবুক পেজে উল্লেখ করেছে, তাদের খামারে গবাদিপশু রাখার ব্যবস্থা আছে। ফেসবুক পেজে যোগাযোগ করে ত্রাণকর্মীরা তাঁদের খামারে দুর্গতদের গবাদিপশু বিনা খরচায় রাখতে পারবেন।

‘একুশে পরিবহন’ নামের একটি পরিবহন সংস্থা ফেসবুক পোস্টে জানিয়েছে, ত্রাণকর্মীরা রাজধানীর মানিকনগরে তাঁদের কাউন্টার থেকে লাকসাম, চৌমুহনী, নোয়াখালী রুটে বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন।

‘চাঁদাবাজি নিবারণ রেসপন্স টিম’ নামের একটি দল লিখেছে, তারা পাঁচটি স্পিডবোট নিয়ে ত্রাণকাজে যাচ্ছে। বৃহস্পতিবার দুটি স্পিডবোট নিয়ে ফেনী চলে গেছে তাদের দুটি দল।

‘স্মাইল বাংলাদেশ’ নামের স্বেচ্ছাসেবীদের একটি দল জানিয়েছে, তারা পাঁচটি বড় কাভার্ড ভ্যান সংগ্রহ করেছেন ত্রাণসামগ্রী পাঠাতে। ফোন নম্বর দিয়ে আহ্বান জানিয়েছেন আগ্রহীরা ত্রাণ পাঠাতে চাইলে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

ত্রাণকাজে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, ঢাবি পরিবার, বিভিন্ন বিভাগ। দীপ সাহা নামের এক শিক্ষার্থী লিখেছেন, ‘জগন্নাথ হলের সরস্বতী পূজার জাঁকজমক আর বাজেট বাংলাদেশের কে না জানে, প্রায় ৮০টি মণ্ডপে একসঙ্গে পূজা হয়। সবচেয়ে সুন্দর বিষয়টা হচ্ছে, প্রায় প্রতিটা মণ্ডপ থেকেই পূজার বাজেটের একাংশ বন্যার্ত মানুষদের সহায়তার জন্য ব্যয় করার সিদ্ধান্ত হয়েছে। ’

একইভাবে সুরেশ নামের একজন লিখেছেন, খাগড়াছড়িতে বৌদ্ধভিক্ষুরা ত্রাণকাজে অংশ নিচ্ছেন। দীঘিনালা, খাগড়াছড়ি ও রাঙামাটিতে তাঁরা তিনটি কমিটি করে কাজ করছেন।

বরিশালের অয়ন চক্রবর্তী লিখেছেন, চক্রবর্তী বাড়ির দুর্গামন্দিরে এবার দুর্গাপূজার বাজেটের একটি অংশ বন্যাদুর্গতদের জন্য ব্যয় করা হচ্ছে। এটা মোটেও দান নয়, এটা বন্যার্ত মানুষের অধিকার। ’

আরেকজন লিখেছেন, ‘ওমরা করার জন্য জমানো ১৪ হাজার ৫০০ টাকা বন্যার্তদের দিয়ে আনন্দিত। ’

চট্টগ্রামের হাটহাজারীর সুপরিচিত আবাসিক হোটেল ও রেস্তোরাঁ ‘ক্যাফে হামিদা’ দুর্গত মানুষের আশ্রয়কেন্দ্র হিসেবে খুলে দিয়েছেন মালিক ব্যারিস্টার আশরাফউদ্দিন। ফেসবুকে দেওয়া তাঁর নম্বরে যোগাযোগ করলে প্রথম আলোকে তিনি বলেন, হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান—এসব এলাকার মানুষের আশ্রয়ের জন্য তিনি হোটেলটি খুলে দিয়েছেন। হোটেলে প্রায় ১০০ জনের ধারণক্ষমতা আছে। তবে দুর্যোগের সময় প্রায় ১৫০ মানুষ থাকতে পারবেন।

জাহাঙ্গীরনগর, জগন্নাথ, ব্র্যাক, বিউইপি, এআইইউবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা গ্রুপ করে ত্রাণকাজে অংশ নিচ্ছেন। অংশ নিচ্ছে জনপ্রিয় মাধ্যম মিম সৃষ্টিকারীদের সংগঠন ‘স্বাধীন বাংলা মিমার্স সংঘ’, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল’, চিকিৎসকদের সংগঠন, ‘স্বেচ্ছা রক্তদান সংস্থা সন্ধানী’সহ অসংখ্য সংগঠন।

দেশে দুর্যোগ–দুর্বিপাক আসতেই পারে। সামাজিক মাধ্যমে এসব উক্তি, এসব ছবিই কিন্তু বলে দিচ্ছে, সম্মিলিত মানুষের বিপুল চেষ্টায় মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশ।

এই পোস্ট শেয়ার করুন:

এই বিভাগের আরো খবর

নামাযের সময়

সেহরির শেষ সময় - ভোর ৫:২০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১৭
  • ১২:০৫
  • ৩:৪৬
  • ৫:২৫
  • ৬:৪৪
  • ৬:৪২

বিগত মাসের খবরগুলি

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১