‘সামাজিক ব্যবসার অন্বেষণ’বইয়ের মোড়ক উন্মোচন !

0
33

নিউজ ডেস্ক:

‘সামাজিক ব্যবসার অন্বেষণ’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বইটি লিখেছেন ইউনূস সেন্টারের মহাব্যবস্থাপক এম এফ এম আমির খসরু।

সোমবার বইটির মোড়ক উন্মোচন করেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার ইউনূস সেন্টারের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বইটি প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী। এ বছরের শেষের দিকে বইটির ইংরেজি অনুবাদ বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।

আমির খসরু দীর্ঘদিন ধরে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। তিনি কয়েক বছরে বেশকিছু সামাজিক ব্যবসা তৈরিতে সক্রিয় সহযোগিতা করেছেন।
উল্লেখ্য, আমির খসরু এর আগে ‘সামাজিক ব্যবসার শক্তি’নামে একটি বই লিখেছেন।