নিউজ ডেস্ক:
সাভারে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের নিচে চাপা পড়ে গোলাম সারওয়ার ভুইয়া (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।
রবিবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে গোলাম সারওয়ার ভুইয়া মোটরসাইকেল যোগে সাভারে আসছিলেন। এসময় তার মোটরসাইকেলটি ঢাকা আরিচা মহাসড়কের জয়নাবাড়ি এলাকায় পৌঁছলে রাস্তায় ময়লার স্তুপ থাকায় তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলমান মাইক্রোবাসের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় মোটরসাইকেল থাকা আরও একজন গুরুতর আহত হন। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, মহাসড়কে ময়লার স্তুপ থাকায় প্রতিনিয়ত ওই স্থানে সড়ক দুর্ঘটনা ঘটছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।