বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫

সাভারে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার !

নিউজ ডেস্ক:

ঢাকা জেলার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের পূর্বহাটি এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর (৪৫) অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে ওই এলাকার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান সাভার মডেল থানার উপ-পরির্দশক (এসআই) শাহ আলম।

পুলিশ সূত্রে জানা যায়, তালাবদ্ধ ওই ঘর থেকে র্দুগন্ধ আসায় স্থানীয়দের মনে সন্দেহ হলে তারা তালা ভেঙে ফেলে। এসময় তারা বিছানার ওপর এক নারীর অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

এসআই শাহ আলম বলেন, ধারণা করা হচ্ছে কয়েক দিন আগেই ওই নারীকে হত্যা করা হয়েছে। ওই নারীর নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular