রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

সাভারের হেমায়েতপুরে মবিলের ড্রামে পড়ে শ্রমিক নিহত

নিউজ ডেস্ক:

সাভারের হেমায়েতপুর শিল্প এলাকায় একটি মবিল কারখানায় ড্রামে পড়ে জাকির হোসেন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিন শ্রমিক। সোমবার ভোরে হেমায়েতপুর শিল্প এলাকার রিসি পাড়া মহল্লায় মিন ওয়েলস কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ভোরে জাকির হোসেনসহ চার শ্রমিক ওই কারখানাটির একটি মবিলের বড় ড্রাম পরিস্কার করছিলেন। এসময় অসাবধানতা বশত ড্রামের মবিলের ভিতরে পড়ে যায় তারা। এতে গুরুতর আহত হলে তাদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

হাসপাতালে নেয়ার পথেই মারা যান জাকির। অন্যদের হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেয়া হচ্ছে।

এনাম মেডিকেল কলেজের নিবিড় পরিচর্যা কেন্দ্রের ইনচার্জ নাসির হোসেন বলেন, আহতরা মবিলে ডুবে যাওয়ায় প্রচুর মবিল খেয়ে ফেলেছেন। শ্বাস নালিতেও মবিল পৌঁছে গেছে। ঘটনার পর মিন ওয়েলস নামের ওই কারখানাটিতে মালিক কিংবা শ্রমিক কাউকেই পাওয়া যাচ্ছে না। এলাকাবাসী জানিয়েছে, কারখানাটিতে গাড়ির পুরনো টায়ার পুড়িয়ে পুরনো মবিল আবার নতুন রুপে প্রক্রিয়াজাত করা হত।

Similar Articles

Advertismentspot_img

Most Popular