বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

সাবেক জজের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন

যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের সাবেক সমন্বয়ক শামছু জজের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যাণ্ডে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, শামছু জজ বিচারক থাকা কালীল বিএনপি ও জামাতের বিভিন্ন মামলায় ফাঁসি সহ বিভিন্ন ভাবে হয়রানি করেছে। এ সমস্ত প্রহসন মূলক বিচারের মাধ্যমে তিনি কোটি কোটি টাকা উপার্জন করেছে।

সারাদেশে অনিয়ম অবিচারের বিচার হচ্ছে তাই তারা এই সাবেক বিচারকের শাস্তি দাবি করেন।

উল্লেখ্য যে কয়েক দিন পূর্বে রাজবাড়ী কোর্টে তিনি সহ ১৭০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সদস্য সচিব মো. নাজিরুল ইসলাম তিতাস, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উপজেলা কৃষকদলের সভাপতি মো. রুস্তম আলী মোল্লা, শ্রমিকদলের সভাপতি আবুল কাসেম মিয়া, তরণদলের সভাপতি এশা, ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন দেলো, পৌর মহিলাদলের সভানেত্রী রাজিয়া দেলোয়ার প্রমুখ বক্তব্য রাখেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular