বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

সানি লিওনের সেই আইটেম গান প্রকাশ (ভিডিও) !

নিউজ ডেস্ক:

বলিউডের পর সানি লিওন যে কলকাতার ‘শ্রেষ্ঠ বাঙালি’ নামে একটি বাংলা ছবির আইটেম গানে চুক্তিবদ্ধ হয়েছিলেন সেটা সবারই কম-বেশি জানা। ইতিমধ্যে স্বপন সাহা পরিচালিত ছবিটির আইটেম গানেও নেচেছেন সাবেক এই পর্নোস্টার।

শুধু তাই নয়, গত ৭ সেপ্টেম্বর ইউটিউবে জি মিউজিক বাংলা চ্যানেলে প্রকাশ করা হয়েছে ২ মিনিট ৫৩ সেকেণ্ডের সেই গানটি।

অঞ্জন ভট্টাচার্য, মমতা শর্মা ও দেব নেগির গাওয়া এই গানটির সংগীতায়োজন করেছেন অঞ্জন ভট্টাচার্য। গানটির শিরোনাম ‘চাপ নিস না’। গানের দৃশ্যে সানি লিওনের সঙ্গে পারফর্ম করেছেন রিজু। সঙ্গে একদল নৃত্যশিল্পীও রয়েছেন।

‘শ্রেষ্ঠ বাঙালি’ ছবিটি প্রযোজনা করছেন পার্থ পবি। চলতি বছরের শেষ দিকে মুক্তির কথা রয়েছে ছবিটির। তার আগে দর্শক টানতে ইউটিউবে ছাড়া হয়েছে সানি লিওনের আইটেম গানটি।

 

Similar Articles

Advertismentspot_img

Most Popular