বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

সানি লিওনের সঙ্গে জুটি বাঁধছেন শেবাগ !

নিউজ ডেস্ক:

একজন নিষিদ্ধ জগতের স্টার, তবে ইদানিংকালে বলিউডে থিতু হয়েছেন। অন্যজন ভারতের সাবেক তারকা ক্রিকেটার। এবার দুই ভুবনের দুই তারকাকে এক সঙ্গে দেখতে পাবেন দর্শকরা। কয়েকদিন আগেই একটি মোবাইল সফটওয়্যার কোম্পানির আমন্ত্রণে আইপিএল-এর কমেন্ট্রিও করেছিলেন ‘কপিল শর্মা’-খ্যাত বিখ্যাত কমেডিয়ান সুনীল গ্রোভারের সঙ্গে জুটি বেঁধে। সেখানে গিয়ে বেশ মজা করেছিলেন তিনি।

সুনীল গ্রোভারের পরে এবার সানি লিওনের সঙ্গে কমেন্ট্রি বক্সে ‘পার্টনারশিপ’ গড়তে চলেছেন ভারতের সাবেক মারকুটে ওনেপার বীরেন্দ্র শেবাগ। গতকাল রবিবার সানি লিওন নিজের টুইটার অ্যাকাউন্টে একথা জানিয়ে লেখেন, ‘ইউ সি ইন্ডিয়া-র হয়ে মশালা কমেন্ট্রির জন্য একজন কিংবদন্তি ক্রিকেটারকে পার্টনার হিসেবে পেতে চলেছি। কোনো পরামর্শ?’

সানির টুইটারের পরেই বীরেন্দ্র শেবাগ জানিয়ে দেন, তিনিই সেই কিংবদন্তি। শেবাগ আবার টুইট করেন, ‘সানির সঙ্গে কমেন্ট্রি বেশ মজার হবে বলে মনে হচ্ছে। ফানি উইথ সানি। আমি তো তৈরি। আপনিও তৈরি হয়ে যান। ধামাকা হয়ে যাক।

কমেন্ট্রি বক্সে এর আগেও শেবাগ তাঁর প্রখ্যাত উইট দিয়ে মাতিয়ে রেখেছিলেন দর্শকদের। সানি লিওনের সঙ্গে জুটি বেঁধে দর্শকদের কেমন মনোরঞ্জন করেন তিনি, সেটাই আপাতত দেখার।

Similar Articles

Advertismentspot_img

Most Popular