ঝিনাইদহ সংবাদাতাঃ ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের জুয়ার আসর ভেঙ্গে দিয়েছে খোদ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। শনিবার (৫ মে) সন্ধ্যায় জেলা প্রশাসক ঘটনাস্থলে গিয়ে জুয়ার আসর বন্ধ করে দেয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা যায়, বেশ কয়েকদিন যাবত সাধুহাটি ইউনিয়নের বাজারে পাশে জুয়ার আসর চলছিল। এ খবর ফেসবুকসহ বিভিন্ন পত্র-পত্রিকায় প্রচারিত হলে নজরে আসে জেলা প্রশাসকের। পরে শনিবার (৫ মে) সন্ধ্যায় নিজে সেখানে গিয়ে জুয়া বন্ধ করে দেয়। এসময় জেলা প্রশাসক বলেন, মেলার নামে যারা অশ্লীল নৃত্য ও জুয়া চালালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা প্রশাসকের এ কাজে সন্তুষ্ট প্রকাশ করেছে জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের দাবী ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ফুলবাড়ীয়া বাজারে চলছে বৈশাখী মেলার নামে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর। এছাড়াও মহেশপুরেও চলছে অশ্লীল নৃত্য। মহেশপুর ও হরিণাকুন্ডুতে চলা জুয়ার আসর ও নগ্ন নৃত্য বন্ধে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন জেলাবাসী।