সাতক্ষীরার ঝাউডাঙ্গায় নৈশকোচে তল্লাশি করে ৩টি স্বর্ণের বারসহ জাহাঙ্গীর হোসেন স্বপন (৫১) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
রোববার (১০ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা এম আর পরিবহনের যাত্রী জাহাঙ্গীর হোসেন স্বপনের নিকট থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। তার পিতার নাম মৃত নুরুল হক। বাড়ি ঢাকা জেলার রায়েরবাগ থানার কদমতলী ইউনিয়নের রায়েরবাগ গ্রামে।
চোরাকারবারি স্বপনের পায়ের জুতার ভিতরে বিশেষ ব্যবস্থাপনায় ৩পিচ স্বর্ণের বার লুকিয়ে রাখা ছিল। যার ওজন ৪৭৩ গ্রাম ১২ মিলিগ্রাম। বিজিবির তথ্য মতে স্বর্ণগুলো আনুমানিক বাজার মূল্য ৫৭ লাখ ৫৭ হাজার ৮৭০ টাকা।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তোলুইগাছা বিওপির হাবিলদার মেজবাহ উদ্দিনের নেতৃত্বে বিজিবির জোয়ানরা ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচ এম আর পরিবহন থামিয়ে ঝাউডাঙ্গা এলাকায় তল্লাশি চালায়। এ সময় ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা পরিবহন যাত্রী চোরাকারবারি স্বপ্নের নিকট থেকে তিন পিস স্বর্ণের বার উদ্ধার করে।