সাতকানিয়ায় মধ্যরাতে আগুনে পুড়ল ১০ বসতঘর

0
3

সাতকানিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার ঢেমশা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ফুলজান বর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় কোটি টাকার ক্ষয়–ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।

ক্ষতিগ্রস্তরা হলেন– আবদুস ছবুর, আবদুল গফুর, মোহাম্মদ ইউসুফ, আবুল হাশেম, হারুনুর রশিদ, নাছির উদ্দিন, আবুল কাশেম, আবুল হোসেন, শাহাদাত হোসেন ও আবদুল মালেক। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, বুধবার দিবাগত রাত আনুমানিক পৌনে ২টার দিকে ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ফুলজান বর বাড়ির একটি বসত ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এর আগেই ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

ঢেমশা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. আবু তাহের জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ২টি সেমিপাকা ও ৮টি বেড়ার ঘর পুড়ে গেছে। গভীর রাতের ঘটনা হওয়ায় ঘর থেকে কেউ কোন ধরনের জিনিসপত্র বের করতে পারেনি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সবাই এক কাপড়ে ঘর থেকে বের হয়ে গেছে।

সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র লিডার আবদুস সবুর জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে এর আগেই ১০টি বসত ঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।