সাড়ে ৮ কোটি টাকার লটারি জেতা ব্যক্তির খোঁজ নেই!

0
48

নিউজ ডেস্ক:

টিকিট নম্বর গ্রে- ৮৭৪৬ ৬৬৪৮। পুরস্কারের অর্থ, ৮ কোটি ৮৫ লক্ষ টাকা (বাংলাদেশি মুদ্রায়)।

কিন্তু এই লটারি জিতেছে কে, এই প্রশ্নের উত্তরই পাচ্ছেন না ব্রিটেনের ন্যাশনাল লটারির কর্মকর্তারা।

ব্রিটেনের দক্ষিণ ল্যানার্কশায়ারে কাটা লটারি টিকিট মালিককে খুঁজছেন তারা। গত ২৭ অাগস্ট টিকিট কাটা হয়েছিল। সংস্থার পক্ষ থেকে ওই সময়ে লটারির টিকিট কাটা ব্যক্তিদের নম্বর খতিয়ে দেখার অনুরোধ করা হয়েছে। ২০১৭ সালের ২৩ ফ্রেব্রুয়ারির মধ্যে কোটি টাকার পুরস্কার অর্থ দাবি করা যাবে।

কিন্তু, কোনো কারণে টিকিট নষ্ট হয়ে গেলে, লিখিতভাবে আর্জি জানাতে হবে এবং তার শেষ তারিখ হল আগামী সোমবার। লটারি সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কেউ টাকা দাবি না করলে, সাড়ে ৭ কোটির পুরস্কার অর্থ চ্যারিটিতে চলে যাবে।

কোটিপতি ওই লটারি বিজেতার নাম-পরিচয় জানা না গেলেও, সম্প্রতি ন্যাশনাল লটারির পক্ষ থেকে ৬৭ জন অন্য বিজেতার নাম ঘোষণা করা হয়েছে। নাম ঘোষণার ১৮০ দিনের মধ্যে পুরস্কার অর্থ দাবি করতে বলা হয়েছে বিজেতাদের।