নিউজ ডেস্ক:
ব্যক্তিগত ১০ রানে সাজঘরে ফিরে গেছেন ওপেনার সৌম্য সরকার। তবে সৌম্যের ধাক্কাটা সামলে নিয়েছে বাংলাদেশ। সাব্বির ও তামিমের দুর্দান্ত ব্যাটিং শৈলীতে প্রথম দশ ওভারেই ৬৪ রান সংগ্রহ করেছে সফরকারীরা।
এর আগে আজো টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান লঙ্কান অধিনায়ক উপল থারাঙ্গা। অবশ্য বাংলাদেশ দলের অধিনায়কও টসে জিতলে ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিতেন বলে জানিয়েছেন টস পরবর্তী প্রতিক্রিয়ায়।
শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে শুরুটা ভালোই হয়েছিল তামিম ইকবাল ও সৌম্য সরকারের। তবে ডাম্বুলার উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি সৌম্য। ব্যক্তিগত ১০ রানের মাথায় সুরঙ্গ লাকমলের বলে উইকেটের পেছনে চান্দিমালের গ্লাভসবন্দি হয়ে সাঁজঘরে ফেরেন তিনি। ১৩ বলের ইনিংসে সৌম্য হাঁকিয়েছেন দুটি চার।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ এক উইকেট হারিয়ে ১০ ওভারে ৬৪রান। তামিম ইকবালের সঙ্গে ব্যাট করছেন হার্ড হিটার সাব্বির রহমান।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।