নিউজ ডেস্ক:
সাগরের পানিতে হাতি আর মানুষে টানাটানি৷যাকে নিয়ে টানাটানি সেই হাতি প্রথমে বুঝতেই পারেনি কী হচ্ছে! অথচ তাকে বাঁচাতেই আপ্রাণ লড়েছেন শ্রীলঙ্কা নৌ বাহিনীর কয়েকজন সেনা৷ ঘটনা উত্তর পূর্ব শ্রীলঙ্কার উপকূল সংলগ্ন এলাকা৷ প্রতিদিনের মতো জলসীমান্ত পাহারা দেওয়ার সময় লঙ্কা নৌ বাহিনীর এক জাহাজের নজরে সাগরে ভেসে আসা হাতি৷ তারপরই শুরু হয় হাতি-মানুষে টানাটানি পর্ব৷ ১২ ঘণ্টা চলেছে এই লড়াই ৷
কলকাতা টুয়েন্টিফোর’র খবরে বলা হয়েছে, উপকূল সংলগ্ন কোক্কাইলি হ্রদ পার হওয়ার সময় স্রোতের তোড়ে ভেসে গিয়েছিল হাতিটা৷ ভাসতে ভাসতে সাগরের দিকে পৌঁছে যায়৷ তখনই তাকে দেখতে পান নৌ বাহিনীর কয়েকজন ক্রু৷ শুরু হয় অভিযান৷ খবর পাঠানো হয় বন বিভাগে৷ জাহাজে আনা হয় হাতি ধরার বিশেষ রশি৷ বেচারা হাতি৷ সে কি পারে বিশাল সাগরের পানিতে টানা ভেসে থাকতে৷ তবে ডুবে যাওয়ার কিছু আগে তাকে উদ্ধার করা হয়েছে জানা যায়৷পুরো প্রক্রিয়াকে ‘আশ্চর্যজনক ফেরা’ বলেই জানিয়েছে লঙ্কা নৌ বাহিনী ৷