নিউজ ডেস্ক:
টেস্ট ক্রিকেট থেকে থেকে ছয় মাসের বিরতি চেয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। ছয় মাসের ছুটি না পেলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছুটি মিলেছে সাকিবের।
সাকিবের জন্য খোলা রয়েছে অন্য রাস্তাও। চাইলে খেলতে পারবেন প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টও।
টানা ক্রিকেট খেলার ক্লান্তি ঘোচাতে সাকিবের এমন সিদ্ধান্ত। এ কারণে রোববার বিসিবি বরাবর আনুষ্ঠানিক আবেদন করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সেই আবেদনের ভিত্তিতে দক্ষিণ আফ্রিকা সফরের দুই টেস্ট থেকে বিশ্রাম পেয়েছেন সাকিব। মত পাল্টে খেলতে পারবেন প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও।
এই বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিনি বলেন, আমরা অনেক আলাপ-আলোচনা করেছি। আপাতত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ও দ্বিতীয় টেস্টে ওকে রাখছি না। তবে সিরিজের দ্বিতীয় টেস্টে ও যদি খেলতে চায় আমরা তাকে নেব। যদি সে চিন্তাভাবনা বদলায়, সে কারণে একটি বিকল্প উপায় আমরা রেখেছি। তবে সে আপাতত টেস্ট দলের সঙ্গে যাচ্ছে না। ওর যদি ইচ্ছে হয় দ্বিতীয় টেস্টে খেলবে।
জানা গেছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টের পরই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে টেস্ট থেকে বিশ্রামের কথা জানান। তারপরই আনুষ্ঠানিক চিঠি দেন তিনি। যদিও সাকিবের চিঠি পাওয়ার আগেই এ নিয়ে বোর্ড পরিচালকদের সঙ্গে কয়েকদফা সভা করেছেন নাজমুল হাসান পাপন। সেখানে সিদ্ধান্ত হয়েছে, সাকিব শুধু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজটাই বিশ্রাম পাবেন।