মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫

সাঈদ খোকন ও তার পরিবারের ৭৯ ব্যাংক হিসাব ফ্রিজ

আওয়ামী লীগ নেতা সাঈদ খোকন ও তার পরিবারের ৭৯টি ব্যাংক হিসাব ফ্রিজের (অবরুদ্ধ) আদেশ দিয়েছেন আদালত। ব্যাংক হিসাব অবরুদ্ধ করা অপর ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাঈদ খোকনের মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ। বাকি দুই জনের নাম জাবেদ আহমেদ ও ফাতেমা খাতুন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের পক্ষে অনুসন্ধানকারী কর্মকর্তা কমিশনের উপ-পরিচালক মাসুদুর রহমান এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, অভিযুক্তদের নামে পরিচালিত ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক লেনদেন রয়েছে। সাঈদ খোকন ক্ষমতার অপব্যবহার করে ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান ও বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। এদের সঙ্গে আর্থিক যোগসূত্র রয়েছে মর্মে তথ্য পাওয়া যাচ্ছে। এছাড়া এসব হিসাব থেকে অর্থ স্থানান্তর ও উত্তোলনের সম্ভাবনা রয়েছে। ফলে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি সাঈদ খোকনসহ অপর ব্যক্তিদের বিরুদ্ধে নানাবিধ দুর্নীতিসহ মানিলন্ডারিংয়ের অভিযোগ প্রমাণকরণ ও অবৈধ অর্থ আইনগতভাবে আটক করা কষ্টসাধ্য হয়ে পড়বে। এমতাবস্থায় তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা আবশ্যক।

দুদকের পক্ষে মীর আহমেদ আলী সালাম শুনানি করেন। পরে আদালত এ আদেশ দেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular