সাইফের হামলাকারী বাংলাদেশি নন, দাবি আইনজীবীর

0
7

বলিউড অভিনেতা সাইফ আলি খানের মুম্বাইয়ের বাসায় ঢুকে তাকে ছয়বার ছুরিকাঘাত করার অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তি বাংলাদেশের নাগরিক বলে সন্দেহ করেছে মুম্বাই পুলিশ। একই সঙ্গে ভারতীয় কয়েকটি গণমাধ্যমেও গতকাল রোববার এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে। তবে সাইফ আলি খানের হামলাকারী শরিফুল ইসলাম শেহজাদ বাংলাদেশি নয় বলে অভিযুক্তর আইনজীবী জানিয়েছেন। উল্টো তার দাবি, হামলাকারী মোটেই বাংলাদেশি নন, তিনি ভারতীয়।

তদন্তকারী পুলিশ আধিকারিক আদালতে বলেন, ছুরি দিয়ে সাইফের ওপর নৃশংস হামলা চালিয়েছে দুষ্কৃতিকারী। কীভাবে সে অভিনেতার বাড়িতে ঢুকল, হামলার কারণই বা কী, তা খতিয়ে দেখা দরকার। যেহেতু সে বাংলাদেশের নাগরিক তাই হামলার নেপথ্যে অন্য কোনো গুরুতর কারণও থাকতে পারে।

এরপরই শরীফুলের আইনজীবী আদালতে বলেন, ধৃত মোটেও বাংলাদেশি নাগরিক নয়। সে ভারতীয়। বর্তমানে মুম্বাইয়ের বাসিন্দা। তার অতীতে কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকার রেকর্ডও নেই। সাইফের ওপর হামলার ঘটনা নিয়ে অযথা উত্তেজনা হচ্ছে। ধৃতকে বলির পাঁঠা করা হচ্ছে।

অন্যদিকে, শরিফুলকে ১৪ দিনের রিমান্ড দেওয়ার আবেদন জানায় পুলিশ। তবে আদালত মঞ্জুর করেন ৫ দিনের। এ সময় অভিযুক্তকে ৫ দিনের রিমান্ড দেওয়ার পর আদালত বলেন, আপাতত তদন্ত প্রাথমিক পর্যায়ে। সবে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত ব্যক্তি বাংলাদেশের নাগরিক বলেই মনে করা হচ্ছে। তাই আন্তর্জাতিক ষড়যন্ত্রে হামলার ছকের সম্ভাবনাও থেকে থাকতে পারে। তা না হলেও হামলার নেপথ্যের অন্য কী কারণ রয়েছে, জানার জন্য তদন্তকারীদের কিছুটা সময় দেওয়া প্রয়োজন। সে কারণে ধৃতকে আরও জেরা করা দরকার। তাই তাকে ৫ দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে।

গত ১৫ জানুয়ারি মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে দুর্বৃত্তরা ঢুকে পড়ে। ওই সময় অভিনেতাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় তারা। গুরুতর জখম অবস্থায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতাকে। পরে অস্ত্রোপচারের মাধ্যমে সাইফের শরীর ধারালো বস্তু বের করেছেন চিকিৎসকরা। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা।