সিরাজগঞ্জ প্রতিনিধিঃ শাহজাদপরে আলোচিত সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক ৭ আসামি দীর্ঘ দিন পলাতক থাকার পর মঙ্গলবার শাহজাদপুর চৌকি কোর্টের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসর্মপন করেছেন ।
আত্মসমর্পনকৃত আসামির হলেন, শাহজাদপুর পৌর সভার কাউন্সিলার আব্দুল রাজ্জাক, আপন, সাইফুল ইসলাম, মোঃ শাহান আলী, হুমায়ন, সোহেল আকন্দ ও আবু হানিফ। আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার আসামিদের পক্ষের আইনজীবিরা জামিনের প্রার্থনা করলে সিনিয়র জুডিসিয়ার ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ হাসিবুল হক আসামীদের জামিন মঞ্জুর না করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন ।
উল্লেখ্য, চলতি বছর ২ ফেব্রয়ারী আওয়ামীলীগের দুই পক্ষের সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক শিমুল শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরুর সটগানের গুলিতে আহত হন। পরদিন উন্নত চিকিৎসার জন্য বগুড়া থেকে শিমুলকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় শিমুলের স্ত্রী মোছাঃ নুরুন্নাহার বেগম বাদী হয়ে শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরুকে প্রধান আসামি করে ১৮জন সহ অজ্ঞাত নামা আরো ২৫/৩০ জন আসামি করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় মেয়র মিরুর জেলহাজতে থাকলে মামলার অপর ১৩ আসামি জামিনে রয়েছে। এই ১৩ আসামীরা মঙ্গলবার শাহজাদপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজিরা দেন।