রিপোর্ট: ইমাম বিমান: সাংবাদিক নিপিড়নকারী ৩২ ধারা বাতিল সহ ১৪দফা দাবী বাস্তবায়নে আগামী ১১ জানুয়ারী বিএমএসএপ ঘোষিত সমাবেস সফল করার আহবান জানিয়েছে “বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম” বিএমএসএফ ।
এ উপলক্ষে ৫ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যায় “বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম” বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির এক যৌথ বিবৃতিতে সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর জানান, সাংবদিক বিরুদ্ধে মামলা অভিযোগ জাতীয় প্রেস কাউন্সিলে করতে হবে এবং সাংবাদিক নিপিড়নকারী ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা বাতিল, পেশাদার সাংবাদিকদের তালিকা প্রনয়ন সহ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ কতৃক পূর্ব ঘোষিত ১৪দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১১ ফেব্রুয়ারী সাড়া দেশব্যাপী সমাবেশ ও প্রধান মন্ত্রী বরাবর স্বরকলিপি প্রদান কর্মসূচি পালনের জন্য দেশব্যাপী বিএমএসএফ,র সকল জেলা, উপজেলা শাখা সহ দেশের সকল সর্বস্তরের সাংবাদিক মহল এবং সাংবাদিকদের ঐক্য বদ্ধ হয়ে বিএমএসএফ ঘোষিত কর্মসূচি পালনের আহবান জানানো হয়।
এ বিষয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আহমেদ আবু জাফরের সাথে মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি বলেন, গত ২৯ জানুয়ারী প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রী সভার এক বৈঠকে প্রস্তাবিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের বির্তকিত ৫৭ ধারা বিলুপ্তির বিধান রেখে ” ডিজিটাণ নিরাপত্তা আইন ২০১৮ ” থসড়ায়ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা অনুমোদন করে। আর এই ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা দেশের গন্যমাধ্যমের স্বাধীনতা ও বাকশক্তি কেড়ে নেয়া ছাড়া আর কিছুই না। বর্তমান ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা অতীতের ৫৭ ধারার চেয়েও সাংবাদিকদের জন্য ভয়াবহ ও অনিরাপদ । শুধু তাই নয় ডিজিটাল নিরাপত্তা আইনটি তথ্য আইনের ৫৭ ধারার চেয়ে এত ভয়াবহ যে, এর ১৯টি ধারার মধ্যে মাত্র ৪টি ধারা ব্যতিরেকে বাকি সব গুলোই অজামিন যোগ্য যা দেশের গনমাধ্যম কর্মী তথা সাংবাদিকের জন্য হুমকির শরুপ। তাই অবিলম্বে দেশের মফস্বল সাংবাদিকদের পক্ষ থেকে সরকারকে এই কালো আইনটি বাতিলের দাবী জানিয়েছে বিএমএসএফ।
তিনি আরো জানান, বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট গত ৪ ফেব্রুয়ারী রোববার সকাল ১০টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) জেলা শাখার আয়োজনে দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র সম্পাদক নঈম নিজাম, বিশিষ্ট সাংবাদিক আনিস আলমগীর ও শ্যামল দত্তকে মামলায় হয়রাণী, বিএমএসএফ লালমনিরহাট জেলা কমিটির সাংগঠনিক সম্পাদকের ওপর সন্ত্রাসী হামলাসহ সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে মামলায় হয়রাণী ও প্রস্তাবিত ৩২ ধারা বাতিলের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিনে চলতি সপ্তাহের মধ্যে সাংবাদিক নিপিড়নকারী এ আইনটি বাতিল কিংবা সংশোধন করা না হলে আগামী রোববার ১১ ফেব্রুয়ারী দেশব্যাপী সংগঠনের ব্যানারে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হবে এবং মানববন্ধন ও সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদানের ঘোষণা দেয়া হয়।