বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

সাংবাদিক ছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ !

নিউজ ডেস্ক:

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ গণযোগাযোগের ছাত্রী এবং সাংবাদিক ছিলেন। আর এই সাংবাদিকতার চর্চা শুরু হয় তার নিজ দেশেই। সম্প্রতি নিজের করা একটি প্রতিবেদনের ফুটেজ ফিরে পেয়ে পুরনো দিনের কথা মনে পড়লো তার। মায়ের কাছ থেকে প্রতিবেদনটি পেয়ে ভক্তদের সঙ্গে অনুভূতি ভাগাভাগি করেছেন নায়িকা। খবর ইন্ডিয়ায় এক্সপ্রেসের।

সাংবাদিকতার দিনগুলো মিস করেন কিনা- এমন প্রশ্নের জবাবে এই লঙ্কান সুন্দরী বলেন, ‘সাংবাদিকতার দিনগুলোকে খুব মিস করি। কারণ সেটি ছিলো খুব দুঃসাহসিক একটি কাজ। সে সময় দলের সঙ্গে মিলে সর্বশেষ খবরগুলো খুঁজে বের করতে হতো। বিষয়টি অনেকটা গোয়েন্দার মতো ছিলো। ’

৩১ বছর বয়সী নায়িকা আরও বলেন, ‘আমি প্রথমত একজন অভিনেত্রী হতে চেয়েছি। কিন্তু বাহরাইন ও শ্রীলঙ্কায় বেড়ে ওঠার কারণে এটি অনেকটা কষ্টসাধ্য ব্যাপার ছিলো। ’বিশ্ববিদ্যালয় জীবনের কথা স্মরণ করে জ্যাকুলিন বলেন, আমি অনুসন্ধানমূলক সাংবাদিকতায় পড়াশুনা করেছি, যা অধিক বাস্তবধর্মী।

‘হাউসফুল’খ্যাত এই তারকার বিশ্বাস, যদি কোনো ছবিতে তাকে সাংবাদিক চরিত্রে অভিনয় করতে বলা হয়, তাহলে সেটি তিনি সহজেই ফুটিয়ে তুলতে পাববেন। বিষয়টি তার ব্যক্তিত্বের সঙ্গে ভালো মানায় বলেও মনে করেন জ্যাকুলিন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular