রিপোর্ট : ইমাম বিমান: শরিয়তপুর জেলার সাংবাদিক অানোয়ার হোসেন পলাশের (৪৭) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।
১৩ নভেম্বর সোমবার সাংবাদিক অানোয়ার হোসেন পলাশ মৃত্যু বরন করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ) সোমবার সন্ধ্যায় বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারন সম্পাদক অাহমেদ অাবু জাফর এক প্রেস বিজ্ঞপ্তিতে বেসরকারি টেলিভিশন চ্যানেলের শরিয়তপুর জেলার জেলা প্রতিনিধি অানোয়ার হোসেন পলাশের অকাল মৃত্যুতে শোক বার্তা জানান এবং সেই সাথে মরহুমের অাত্বার মাগফিরাত কামানা সহ শোক সনতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এ সময় সভাপতি অারো ববলেন সাংবাদিক অানোয়ার হোসেন একজন সদালাপি ব্যক্তি ছিলেন অাজ তিনি অামাদেরকে ছেড়ে দুনিয়া থেকে বিদ্বায় নিয়েছেন। বিএমএসএফ’র পক্ষ থেকে তার রুহের অাত্বার মাগফিরাত কামনা করছি মহান অাল্লাহ রাব্বুল অালামিন তাকে জান্নাত দান করুন।