নিউজ ডেস্ক:
‘সাংবাদিকরা জনগণের কণ্ঠস্বর। সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারলেই দেশ এগিয়ে যাবে। দেশের উন্নয়নের স্বার্থেই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। গণতন্ত্র ও উন্নয়নে মুক্ত সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে গণতন্ত্র বিকাশে সাংবাদিকতার মুক্ত পরিবেশ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গণতন্ত্র ও জাতীয় উন্নয়নে সাংবাদিকদের দায়িত্বশীলতার বিষয়টিও অত্যন্ত অপরিহার্য। দায়িত্বশীলতা ও জবাবদিহিতামূলক সাংবাদিকতাই দেশ ও জাতির কল্যাণে সহায়ক ভুমিকা রাখে। ’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচন সভায় বক্তরা এসব কথা বলেন।
গতকাল বুধবার দুপুরে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত অলোচনায় অংশগ্রহণ করেন চবির প্রক্টর মো. আলী আজগর চৌধুরী, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শহীদুল হক, সহকারী অধ্যাপক রেজাউল করিম প্রমুখ।