নিউজ ডেস্ক:
মিয়ানমারের সেনাবাহিনীর সহিংসতার মুখে পড়ে দেশটির রাখাইন রাজ্যের এক লাখ ২৫ হাজার রোহিঙ্গা গত ১০ দিনে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ধারণা করা হচ্ছে, বর্বরোচিত এ অভিযানে অন্তত ৪০০ রোহিঙ্গা প্রাণ হারিয়েছে। যারা এখনো রাখাইনে আছেন তারা সেনাবাহিনীর সদস্যদের দ্বারা হত্যা, ধর্ষণ ও লুটের শিকার হচ্ছেন।
এ ঘটনাকে গণহত্যা বলে দাবি করেছে একাধিক দেশ। মালদ্বীপ ইতোমধ্যে মিয়ানমারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে। রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বর্বরোচিত এ হত্যাকাণ্ড বন্ধে কোনো পদক্ষেপ না নেয়ায় দেশটির নেতা অং সান সুচি চাপে মুখে পড়েছেন।