বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

সহিংসতায় মোট প্রাণহানির সংখ্যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে এখন পর্যন্ত ১৪৭ জনের মৃত্যু হয়েছে।

রবিবার (২৮ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, সহিংসতায় ৫০০ জনের মৃত্যুর গুজব ছড়ানো হচ্ছে। হাসপাতাল সূত্রসহ থেকে এখন পর্যন্ত ১৪৭ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

তিনি বলেন, সহিংসতায় কতজন ছাত্র নিহত হয়েছে এখনও বিস্তারিত জানা যায়নি। আরও যাচাই করে তথ্য জানানো হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তাহীনতায় থাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তাদের গ্রেপ্তার করা হয়নি। নিরাপত্তা ঝুঁকিমুক্ত হওয়ার পরেই তাদের ফিরিয়ে দেওয়ার কথা চিন্তা করা হবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular