নিউজ ডেস্ক:
মনোবিজ্ঞানীদের মতে, খাদ্য, যৌনতা ও বিপদ এই তিনটি বিষয় প্রতিটি মানুষ সর্বক্ষণ ভেবে চলেছেন। মনোবিজ্ঞানী সুজান উইনশচেঙ্ক তার বই ‘নিউরো ওয়েব ডিজাইন: হোয়াট মেকস দেম ক্লিক’ বইতে বিষয়টি সহজ ভাষায় ব্যাখ্যা করছেন।
তিনি মানব মস্তিষ্ককে তিন ভাগে ভাগ করছেন- আদি মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং আধুনিক মস্তিষ্ক। মস্তিষ্কের এই তিনটি অংশের কাজ আলাদা হয়ে থাকে। আধুনিক মস্তিষ্ক হলো সেই অংশটি যা সচেতন, যুক্তিযুক্ত, এবং যে অংশটির অস্তিত্ব আপনি সর্বক্ষণ টের পান।
মানুষের মধ্য মস্তিস্কের কাজ হলো আবেগকে নিয়ন্ত্রণ করা। আর আদি মস্তিষ্ক হলো মস্তিষ্কের সেই অংশ যা আপনার অস্তিত্ব টিকিয়ে রাখার ব্যাপারে সদা সক্রিয়। বিবর্তনের ধারায় এই আদি মস্তিষ্কেরই উন্নতি ঘটেছিল সবার আগে। এই আদি মস্তিষ্ক সর্বক্ষণ আমাদের পরিবেশ এবং অবস্থাকে জরিপ করে চলেছে এবং আশপাশের প্রতিটি বিষয় সম্পর্কে ভেবে চলেছে তিনটি ভাবনা-
এক. আমি কি এটিকে খাদ্য হিসেবে গ্রহণ করতে পারি?
দুই. আমি কি তার সঙ্গে যৌনতায় লিপ্ত হতে পারি?
তিন. এটি থেকে কি আমার প্রাণসংশয় হতে পারে?