রাস্তায় ছিটকে পড়ে হাবিলের করুণ মৃত্যু
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার সরোজগঞ্জ-আন্দুলবাড়িয়া সড়কের কালুপোল নামকস্থানে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে হাবিল নামের একজনের করুণ মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় এ দূর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান হাবিল (২৫) তিতুহদ ইউনিয়নের তেঘরী গ্রামের জামাত আলীর ছেলে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ তেঘরী মাদ্রাসাপাড়ার মৃত জামাত আলির ছেলে হাবিবুর রহমান হাবিল প্রয়োজনীয় কাজে সরোজগঞ্জ বাজারে আসে। পরে কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ী ফেরার পথিমধ্যে কালুপোল নামক মোড়ে পৌছালে অপর দিক থেকে আসা একটি মালবাহী আলমসাধু আসতে দেখে মোটরসাইকেল নিয়ে দাড়িয়ে পড়ে হাবিলরা। এসময় পিছন দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হাবিলদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দিলে হাবিল মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় হাবিলের লাশ তার পরিবারের সদস্যরা বাড়ীতে নিয়ে আসে। গতকালই বাদ আছর জানাজার নামাজ শেষে তেঘরী গ্রামে হাবিলের দাফনকার্য সম্পন্ন হয়।
এবিষয়ে তিতুদহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোলায়মান হোসেন জানান, আমি সাথে সাথে ঘটনাস্থলে পৌছেছি। হাবিলের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই উর্ধতন স্যারদের সাথে কথা বলে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এদিকে, হাবিলের অকাল মৃত্যুতে তার পরিবারসহ এলাকা নেমে এসেছে শোক। হাবিলের মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার।