চুয়াডাঙ্গার সরোজগঞ্জে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকাল ৪ টারদিকে সরোজগঞ্জ বাজারে মসজিদ মার্কেট এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা শ্রমিককল্যান ফেডারেশনের সভাপতি মাসুদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন চুয়াডাঙ্গা জেলা শ্রমিক কল্যান ফেডারেশনরে সভাপতি মাওলানা ইসরাইল হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন আব্দুর রউফ, বিলাল হুসাইন, সদর উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারী আমীর মাহফুজুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অর্থ সম্পাদক আব্দুস সালাম, অফিস ও প্রচার সম্পাদক গোলাম রসুল, হাজী সবদুল্লাহসহ সরোজগঞ্জ বাজারের জামাত ইসলামের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন আশিকুল ইসলাম (বকুল)।