নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জের ছয়ঘরিতে রাস্তার উপর কলাগাছ ফেলে এক দম্পতির টাকা পয়সা ছিনতায় ও কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, সরোজগঞ্জ তেঁতুল শেখ কলেজের অফিস সহকারি ও সরোজগঞ্জের ছয়ঘরিয়ার পশ্চিমপাড়ার রাশিউলের ছেলে আশরাফুল (৩০), তার স্ত্রী নাজমিন (২৬) ও ছোট দুই কন্যা আফরিন ও সুরাইয়াকে সাথে নিয়ে শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ছয়ঘরিয়া পশ্চিমপাড়ায় নিজ বাড়িতে ফিরছিল। পথিমধ্যে ছয়ঘরি মাঠের কাছে পৌছালে রাস্তার উপর কলাগাছ পরে থাকতে দেখে মোটরসাইকেল থামালে ৬-৭ জন লুঙ্গি পরিহিত ব্যক্তি তাদেরকে আক্রমণ করে। এ সময় আশরাফুলের মানিব্যাগ ও নাজমিনের ভ্যানিটি ব্যাগ থেকে প্রায় ৫ হাজার টাকা ছিনতায় করে নেয়। তখন আশরাফুলের কাছে থাকা স্মার্টফোনটি চাইলে আশরাফুল বাঁধা দিলে তাকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করে ও হাসুয়া দিয়ে মাথায় ও হাতে কোপ মারে। এসময় রক্তাক্ত জখম অবস্থাতেই আশরাফুলকে মোটরসাইকেল চালিয়ে চলে যেতে বলে ছিনতায়কারীরা। প্রাণের ভয়ে আশরাফুল তার পরিবার নিয়ে মাঠ পেরোলে কয়েকজনকে দেখে তাদের সাথে ঘটনাটি জানালে তারা আশরাফুল ও তার পরিবারকে উদ্ধার করে এবং জখম আশরাফুলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।ছিনতায় ও কুপিয়ে জখম করার ঘটনাটি লোকমুখে জানাজানি হলে, আশরাফুলের প্রতিবেশীরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এসে ভীড় জমায়। তার স্বজনরা জানায়, ছিনতায় বা ডাতাতি নয় পূর্ব শত্রুতার জের ধরেই এ ঘটনা ঘটেছে।