বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

সরে গেলেন গেটজ, যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি

যৌন কেলেঙ্কারিসহ বিভিন্ন কারণে বিতর্কের মুখে সরে গেলেন ম্যাট গেটজ। এরপর পাম বন্ডিকে মার্কিন অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২২ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তবে বিতর্কের কারণে নতুন প্রশাসনের কাজে যাতে ব্যাঘাত না ঘটে, তাই এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ম্যাট গেটজ।

জানা গেছে, যৌন কেলেঙ্কারিসহ বিভিন্ন কারণে বিতর্কের মুখে পড়েছেন সদ্য সাবেক কংগ্রেসম্যান ম্যাট গেটজ। যদিও শুরু থেকে ম্যাট এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

বিবিসি জানায়, ১৭ বছরের কম বয়সী এক কিশোরীর সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর অভিযোগে বিতর্কের মুখে গত সপ্তাহে তিনি প্রতিনিধি পরিষদ থেকে পদত্যাগ করেন।

এদিকে, আইন প্রয়োগকারী হিসেবে বন্ডির দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি দীর্ঘ ২০ বছর ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেন তিনি।

ট্রাম্পের দীর্ঘদিনের মিত্র বন্ডি তার প্রথম সিনেট অভিশংসন বিচারের সময় ট্রাম্পের আইনি দলের অংশ ছিলেন তিনি। নিউ ইয়র্কে ট্রাম্পের গোপন অর্থ কেলেঙ্কারি মামলার বিচারের সময়ও বন্ডি আদালতে প্রকাশ্যে তাকে সমর্থন জানিয়েছিলেন।

৫৯ বছর বয়সী বন্ডি ২০১১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশের তৃতীয় সর্বাধিক জনবহুল রাজ্য ফ্লোরিডায় শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

এখন সিনেটে অনুমোদন পেলে বন্ডি হবেন দেশটির প্রথম নারী প্রধান আইন কর্মকর্তা। তিনি বিচার বিভাগের ১ লাখ ১৫ হাজারেরও বেশি কর্মী এবং প্রায় ৪৫ বিলিয়ন ডলার বাজেটের দায়িত্বে থাকবেন।

ক্ষমতা গ্রহণের পর ট্রাম্পের রাজনৈতিক শত্রুদের শাস্তি দেওয়ার যে অঙ্গীকার তিনি করেছিলেন, সেটা বাস্তবায়নের চেষ্টায়ও বন্ডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular