সরকার খুব সতর্কভাবে রোহিঙ্গা পরিস্থিতি মোকাবেলা করছে: ওবায়দুল কাদের !

0
20

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার খুব সতর্কভাবে রোহিঙ্গা পরিস্থিতি মোকাবেলা করছে। মিয়ানমার আমাদের আকাশ সীমা লংঘনের ঘটনা ঘটিয়েছে।
এই অবস্থায় কোন উস্কানিতে সাড়া না দেয়ার জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী ও বিজিবিকে বলে দিয়েছেন প্রধানমন্ত্রী।

গতকাল শনিবার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্য দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। কেবল সমালোচনা করছে বিএনপি। তারা প্রধানমন্ত্রীর বক্তব্য না শুনে সমালোচনার জন্য সমালোচনা করছে, বিরোধিতার জন্য বিরোধীতা করছে।