সরকারের উন্নয়নের চিত্র জনগণের সামনে তুলে ধরতে হবে : মুজিবুল হক

0
21

নিউজ ডেস্ক:

রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের নানামুখী উন্নয়নের চিত্র জনগণের সামনে তুলে ধরতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের সকল খাতে উন্নয়নের জোয়ার বইছে, তা নতুন প্রজন্মের কাছেও তুলে ধরা জরুরী।
মন্ত্রী শুক্রবার চট্টগ্রামের ‘সল্টগোলা রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে’র পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্কুলের প্রধান শিক্ষক মো. ইছহাকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জল হোসেন, রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন এবং রেলওয়ের মহাব্যবস্থাপক পূর্ব মো. আব্দুল হাই বক্তব্য রাখেন ।
রেলপথ মন্ত্রী আরো বলেন, পড়া-লেখার পাশাপাশি শিক্ষার্থীদের দেশ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যে অগ্রগতি এবং অতীতের উন্নয়ন বঞ্চিত থাকার যে ইতিহাস সব কিছুই জানা দরকার।
বাংলাদেশ রেলওয়ে এদেশের একটি প্রচীন পরিবহন ব্যবস্থা উল্লেখ করে মুজিবুল হক বলেন, এই পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন ও উন্নয়নে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর পরই নজর দিয়েছে ।
তিনি বলেন, অপরদিকে বিএনপি জামায়াত ক্ষমতায় থাকাকালীন এদেশের শত শত রেল স্টেশন বন্ধ করে রেললাইন বিক্রি করে দিয়েছিলো। গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যামে হাজার হাজার কর্মচারীকে চাকুরীচ্যুত করেছে।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে এই রেলওয়ে সেক্টরকে ধ্বংসের হাত থেকে র্বাচিয়েছে। বর্তমান সরকার রেলওয়েকে হাজার হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ দিয়ে উন্নয়নের রোল মডেল তৈরী করেছে। এখন দেশের মানুষ রেলওয়েকে একমাত্র নিরাপদ বাহন হিসেবে বেছে নিচ্ছে।
অনুষ্ঠান শেষে রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মরহুম এ বি এম মহিউদ্দীন চৌধুরীর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার চশমাহিলের বাসভবনে যান।