মেহেরপুরে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণকালে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
নিউজ ডেস্ক:‘জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন বলেছেন, সরকারি টাকায় গরিব-অসহায় মানুষের চিকিৎসা হচ্ছে। বর্তমান প্রধামন্ত্রী শেখ হাসিনা দেশের বহু মানুষের চিকিৎসার জন্য তাঁদের হাতে চেক তুলে দিয়েছেন, যা চলমান রয়েছে। অসহায়-দুস্থ মানুষগুলোকে চিকিৎসা সহায়তা দিয়ে বর্তমান সরকার মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে।’ গতকাল সোমবার দুপুরে মেহেরপুরে প্রতিমন্ত্রীর বাসভবনে প্রধানমন্ত্রীর চিকিৎসা-সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় মেহেরপুরের ৭৪ জন অসহায়-দুস্থ মানুষের মধ্যে চিকিৎসার জন্য ৩১ লাখ ৩০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।