স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-
সরকারি চাকুরির দাবীতে আবারো আমরণ অনশণ শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তীব্র দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র শাহীন আলম। সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের মাস্টার্স বিভাগের ছাত্র শাহীন আলম। শাহীন আলম জানান, ২০১৫-২০১৬ সেশনে রাষ্ট্র বিজ্ঞানে অনার্স শেষ করেছে।
এছাড়াও সে দেশে বিদেশে দৃষ্টি প্রতিবন্ধীদের বিনামূল্যে অনলইনে কম্পিউটর প্রশিক্ষণ দিয়ে আসছে যার মোট শিক্ষার্থী ২৩৯ জন।
সে তার যোগ্যতা অনুযায়ী প্রধানমন্ত্রীর কাছে সরকারি চাকুরির দাবি জানিয়েছেন। দাবি মেনে না নেওয়া পর্যন্ত মৃত্যু হলেও সে অনশন কর্মসূচি ভঙ্গ করবে না। এর আগে গত ০৯ মে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে চাকুরির দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছিল। পরবর্তীতে জেলা প্রশাসকের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেও প্রায় ৬৬ দিনে কোন লাভ হয়নি। তাই আবারও একই দাবি অনশন কর্মসূচি শুরু করেছেন তিনি।