আরফান আলী, শেরপুর জেলা প্রতিনিধি:
জামালপুরের ঐতিহ্যবাহী সরকারি আশেক মাহমুদ কলেজের শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে গণিত বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত সালমান ছাবেদ (ছাবেদ আলী)কে সভাপতি ও একই বিভাগের অনার্স চতুর্থ বর্ষের জিনেদিন জিদানকে সাধারণ সম্পাদক করে ৭৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির অনুমোদন দেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর-রশিদ।
কমিটিতে উপদেষ্টা হিসেবে থাকেন, সরকারি আশেক মাহমুদ কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ গোলাম মোস্তফা, উদ্ভিদ বিজ্ঞান প্রভাষক মো. রৌশন আলম মিঠু, গণিত বিভাগের প্রভাষক মো. সোহেল রানা।
এ ব্যপারে কমিটির সভাপতি সালমান ছাবেদ বলেন, আমাদের শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের কিছু উদ্যেশ্য আছে সামনের দিনগুলোতে সেই উদ্যেশ্য মোতাবেক কাজ করে যাবো। উদ্দেশ্য সমূহ: শেরপুর জেলা থেকে আগত সকল শিক্ষার্থীদের একত্রিত করা এবং সার্বিক সহযোগিতা নিশ্চিত করা। ভর্তি পরীক্ষা, চাকুরী পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের আবাসন সহ সার্বিক সহযোগিতা করা। শেরপুর থেকে আগত গরিব ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন বৃত্তি প্রদান করা। স্বেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সংযুক্ত করতে উৎসাহিত করা। কারিগরি দক্ষতা অর্জনের জন্য সার্বিক সহযোগিতা করা। প্রাকৃতিক দুর্যোগের সময় সহযোগিতা করা। খেলাধুলাসহ সকল সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করা।