সম্পর্কের ভাঙনে ছেলেরাই বেশি ভুগে থাকে!

0
53

নিউজ ডেস্ক:

আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, ২০০০ সালে একটি সমীক্ষার জন্য তারা প্রায় ২০০০ পুরুষের নাম নতিভুক্ত করেছিলেন। আর সে বছরটাই ছিল তাদের বিচ্ছেদের বছর।

তারপরে ৬-৯ বছর পরে তারা কেমন আছেন, সেটা দেখতে ফের সেই পুরুষ ও নারীদের কাছে হাজির হন সমীক্ষকরা। সমীক্ষায় দেখা যায়, নারীরা এতদিনে আগের সম্পর্ক থেকে বেরিয়ে ভালই আছেন, কিন্তু আজও হতাশাগ্রস্ত হয়ে রয়েছেন ছেলেরা! তারা নাকি একটা সম্পর্ক বিচ্ছেদের পরেও দীর্ঘদিন সে প্রভাব কাটিয়ে উঠতে পারেন না।

গবেষকরা পরে ৯৬ টি দেশের প্রায় ৫,৭০৫ জনের উপর নতুন করে সমীক্ষা চালায়। সেখানেও একই ফল। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে, পুরুষরা প্রাক্তন সঙ্গীর স্মৃতি ভুলতে পারেননি। গবেষক ক্রিস মরিসের মতে, ছেলেরা সম্পর্কের প্রথম দিকে হালকা চালে চললেও, ধীরে ধীরে সম্পর্কে ভীষণ ভাবে ঢুকে যায়। ফলে স্বাভাবিক ভাবেই বিচ্ছেদের সময় তাদের উপর প্রভাব পড়ে বেশি। যা থেকে চাইলেই ছেলেরা নিজেদের সরিয়ে নিতে পারে না। মেয়েদের চেয়ে ছেলেরাই সম্পর্কের ভাঙনে বেশি ভুগে থাকে।