‘সমপ্রেমের ভূত’ তাড়াতে মেয়েকে ধর্ষণ !

0
52

নিউজ ডেস্ক:

নিজের যৌন স্বাধীনতার কথা জানাতে গিয়ে চরম লাঞ্চনার শিকার হতে হল ১৬ বছর বয়সের একটি মেয়েকে। তাও আবার নিজের জন্মদাতা পিতার কাছেই।

তিনি সমপ্রেমে বিশ্বাসী। শুধুমাত্র এ কথাই জানাতে গিয়েছিলেন কিশোরী। তাতেই রাগে ফেটে পড়েন ৫৪ বছরের অভিযুক্ত বাবা। মেয়ের মাথা থেকে ‘সমপ্রেমের ভূত’ তাড়াতে মেয়েকে ধর্ষণ করেন।

ঘটনাটি ঘটেছে ব্রিটেনে। নির্যাতিতা কিশোরী আরও জানান, তার আরও দু’টি বোন রয়েছে। ওদের সঙ্গেও অত্যন্ত খারাপ ব্যবহার করতেন বাবা। আদালতে সমস্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্তকে ২১ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক।