বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

সমন্বয়কদের নতুন রাজনৈতিক দল করার আগ্রহে বিস্মিত বিএনপি

সমন্বয়কদের নতুন রাজনৈতিক দল করার আগ্রহে বিস্মিত বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের নতুন দল করার আকাঙ্ক্ষার পর জনগণ কীভাবে আশ্বস্ত হবে আগামী নির্বাচন নিরপেক্ষ হবে।

সোমবার দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ; উচ্চকক্ষের গঠন শীর্ষক শিরোনামে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে জেএসডি। সেখানে রাখা বক্তব্যে তিনি বলেন, দেশের কতটা সংস্কার দরকার তা নির্ধারণ করবে আগামী সংসদ।

অনুষ্ঠানে মির্জা ফখরুল জানান, রাষ্ট্রের এসব সংস্কার বিএনপির ৩১ দফায় রয়েছে। সরকারের উচিত নির্বাচনের জন্য শুধু প্রয়োজনীয় সংস্কার করা। এসময় সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের দল গঠনের উদ্যোগের সমালোচনা করেন বিএনপি মহাসচিব।

Similar Articles

Advertismentspot_img

Most Popular