নিউজ ডেস্ক:
নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে কোন আপস নয়, সব দলকে নির্বাচনে আনাই বড় চ্যালেঞ্জ।
তিনি মঙ্গলবার বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন নিউজ টোয়েন্টিফোরকে একথা জানান।সুষ্ঠু নির্বাচন আয়োজনে তিনি সকলের প্রত্যাশা কামনা করেন।
এর আগে তিনি সোমবার কেএম নুরুল হুদা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “রাষ্ট্রপতি আমাকে সাংবিধানিক এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ায় কৃতজ্ঞ। সাংবিধানিক দায়িত্বটি আমি নিরপেক্ষভাবে সংবিধান ও আইন মেনে পালন করব। ”