1. [email protected] : amzad khan : amzad khan
  2. [email protected] : NilKontho : Anis Khan
  3. [email protected] : Nil Kontho : Nil Kontho
  4. [email protected] : Nilkontho : rahul raj
  5. [email protected] : NilKontho-news :
  6. [email protected] : M D samad : M D samad
  7. [email protected] : NilKontho : shamim islam
  8. [email protected] : Nil Kontho : Nil Kontho
  9. [email protected] : user 2024 : user 2024
  10. [email protected] : Hossin vi : Hossin vi
সবাই মিলে লুট বেসিক ব্যাংক | Nilkontho
৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | মঙ্গলবার | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
হোম জাতীয় রাজনীতি অর্থনীতি জেলার খবর আন্তর্জাতিক আইন ও অপরাধ খেলাধুলা বিনোদন স্বাস্থ্য তথ্য ও প্রযুক্তি লাইফষ্টাইল জানা অজানা শিক্ষা ইসলাম
শিরোনাম :
আদালতের রায় মানছে না অধ্যক্ষ, ভর্তি থেকে বঞ্চিত শিক্ষার্থীরা শেরপুরে বাকপ্রতিবন্ধী কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার গোমস্তাপুরে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত চতুর্মুখী বিপদে কুলকিনারা না পেয়ে পদত্যাগের সিদ্ধান্ত ট্রুডোর! গুমের ঘটনায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ট্রাইব্যুনালের ৫৯ বছর আগে মোসাদ গুপ্তচরের ‘ফাঁসি’, দেহাবশেষ চাইছে ইসরায়েল মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত পুরোপুরি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা কচুয়ায় পালাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় যেন আস্ত একটি ‘সহজপাঠ’ ॥ ছবি দেখেই জ্ঞান বাড়ছে শিক্ষার্থীদের কচুয়ায় সমলয় পদ্ধতিতে বোরো চাষাবাদ, স্বল্প খরচে অধিক লাভ কর্মচারীদের বাপ-দাদাদের জমি রয়েছে রাবিতে ইছামতী নদীর বুক জুড়ে মিষ্টি আলু চাষে আশার আলো দেখছেন কৃষকেরা মন্ত্রিত্ব হারাতে পারেন টিউলিপ নতুন করে ছড়ানো এইচএমপি ভাইরাসে কতটা ঝুঁকিতে বাংলাদেশ? আজই পদত্যাগ করতে পারেন ট্রুডো রাজশাহী থেকে বন্যার্তদের পুনর্বাসনে পাঠানো হলো ফান্ডের উদ্বৃত্ত টাকা শীতকালীন ছুটির পর খুলছে ইবি তীব্র শীতে জবুথবু ক্যাম্পাস  টেকনাফে বাবা-ছেলে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা নিয়ে আটক  প্রজ্ঞাপন বাতিল, ৫০ বিচারক ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন না আগামী নির্বাচনে আনসার-ভিডিপিকে ভিন্নরূপে দেখা যাবে শ্বশুর-শাশুড়ির সেবা-যত্ন করে মাদারীপুরে সম্মাননা পেলেন ১২ পুত্রবধূ

সবাই মিলে লুট বেসিক ব্যাংক

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫

প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও পরিচালনা পর্ষদ যৌথভাবে লুট করে বেসিক ব্যাংক। সাবেক প্রধানমন্ত্রী পরিবারের পছন্দের লোক বেসিক ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই বাচ্চু এই লুটের নেতৃত্ব দিয়েছেন। তখন ব্যাংকটির পর্ষদে ছিলেন সচিব, তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক, সাবেক মহাপরিচালক, সাবেক কাস্টমস কমিশনারসহ আওয়ামী লীগ নেতারা।

ঋণ কেলেঙ্কারির মামলায় বেসিক ব্যাংকের বাচ্চুর নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদকে বাদ দেওয়ায় তিন তদন্ত কর্মকর্তাকে তলব করেছেন আদালত। বিশ্লেষকরা বলছেন, বেসিক ব্যাংক লুটপাটে আবদুল হাই বাচ্চু একা নয়, পুরো পর্ষদই জড়িত ছিল। ব্যাংকের তৎকালীন এমডিসহ পর্ষদের সব সদস্যকে বিচারের আওতায় আনার জন্য তাঁদের সম্পদের হিসাব নেওয়া উচিত সরকারের।

শেখ আবদুল হাই বাচ্চুর যোগদানের মাধ্যমে বেসিক ব্যাংকে লুটপাটের কাজ শুরু হয়। ব্যাংকটি লুটপাট করা হচ্ছে জেনেও তাঁর মেয়াদ বাড়ানো হয়। ২০০৯-১৪ সালে বাচ্চুর মেয়াদে নজিরবিহীন অনিয়মের মাধ্যমে ব্যাংকটির সাড়ে চার হাজার কোটি টাকা লুটে নেওয়া হয়। লুটপাটের ফলে বেসিক ব্যাংকের দেওয়া ঋণের ৬৪ শতাংশই এখন খেলাপি। গত ১০ বছরে ব্যাংকটির লোকসান হয়েছে ৪ হাজার ২৩০ কোটি টাকা।

বেসিক ব্যাংক সূত্র জানায়, ২০০৯ সালের ১০ সেপ্টেম্বর সাবেক সংসদ সদস্য শেখ আবদুল হাই ওরফে বাচ্চুকে বেসিক ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। যোগ দেন ৫ অক্টোবর। তখন সরকারি কর্মকর্তাদের মধ্যে ব্যাংকটির পরিচালক হিসেবে নিয়োগ পান মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রাজিয়া বেগম, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, ফখরুল ইসলাম, শ্যামসুন্দর শিকদার। সিদ্দিকুর রহমান মারা যাওয়ায় বিসিকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ব্যাংকের একটি (২৭৬তম) পর্ষদ সভায় যোগ দিয়েছিলেন খায়রুল আনাম। এ ছাড়াও পরিচালক ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম সচিব বিজয় ভট্টাচার্য, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব কামরুন নাহার আহমেদ, সাবেক অতিরিক্ত সচিব একেএম রেজাউর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক নিলুফার আহমেদ, শুভাশিষ বসু, সাবেক কাস্টমস কমিশনার শাখাওয়াত হোসেন।

বেসরকারি প্রতিনিধি হিসেবে নিয়োগ পান চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিম, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের তথ্য ও হিসাববিজ্ঞান ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী আখতার হোসেন, এআরএস লুব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস প্রতিষ্ঠান ইসলাম আফতার কামরুল অ্যান্ড কোম্পানির পার্টনার একেএম কামরুল ইসলাম, আওয়ামী লীগের মুখপত্র উত্তরণের সহকারী সম্পাদক আনিস আহমেদ। রাজিয়া বেগম ও সিদ্দিকুর রহমান ২০১০ সালের ৩১ জুলাই মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মারা যান। তাঁরা দুজন ওই দিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বেসিক ব্যাংকের শাখা উদ্বোধন করতে যাচ্ছিলেন। ব্যাপক সমালোচনার মুখে ২০১৪ সালের ৫ জুলাই পদত্যাগ করেন আবদুল হাই বাচ্চু। এই সময়ে বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্বে ছিলেন একেএম সাজেদুর রহমান, শেখ মনজুর মোর্শেদ ও কাজী ফকরুল ইসলাম। ২০০৮ সালের ২৩ জুলাই থেকে ২০১০ সালের ২৫ ডিসেম্বর পর্যন্ত এমডি ছিলেন একেএম সাজেদুর রহমান। ২০১০ সালের ২৬ ডিসেম্বর থেকে ২০১১ সালের ৮ জুন পর্যন্ত ছিলেন শেখ মনজুর মোর্শেদ। মনজুর মোর্শেদের পর এমডি হিসেবে নিয়োগ পান কাজী ফকরুল ইসলাম। ২০১৪ সালের ২৫ মে তাঁকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক। শেখ আবদুল হাই বাচ্চুর আমলে বেসিক ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ পাওয়া এসব সরকারি কর্মকর্তার বেশির ভাগই পরবর্তী সময়ে পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব, সচিব হন এবং গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়। ওই সময়ে ব্যাংকটির পরিচালক ছিলেন সাবেক সচিব শ্যামসুন্দর সিকদার, যিনি পরে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান হন। শুভাশিষ বসু হয়েছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) চেয়ারম্যান এবং পরে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। পরিচালনা পর্ষদের যাঁরা সদস্য ছিলেন তাঁরা প্রায় সবাই এখন বিদেশে আরাম-আয়েশে জীবন কাটাচ্ছেন।

বেসিক ব্যাংকের পরিচালক সরকারি কর্মকর্তারা পরবর্তী সময়ে পদোন্নতিসহ নানা রকম সুবিধা পাওয়ায় বিশ্লেষকরা মনে করেন আবদুল হাই বাচ্চু একা নন, তাঁর নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ও এমডিও বেসিক ব্যাংক লুটপাটের সঙ্গে জড়িত ছিলেন। তাই তাঁকেও বিচারের মুখোমুখি করা হোক। লুটপাটের মাধ্যমে অর্জিত সম্পদের হিসাব নেওয়ার ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। ব্যাংকটির পরিচালনা পর্ষদের মধ্যে মাত্র দুইজন পরিচালক লুটপাটের প্রতিবাদ করেছিলেন। তাঁরা হলেন সনদপ্রাপ্ত হিসাববিদ কামরুল ইসলাম এবং সাবেক অতিরিক্ত সচিব এ কে এম রেজাউর রহমান। আবদুল হাই বাচ্চুর অনিয়ম-দুর্নীতির চিত্র তুলে ধরে ২০১৩ সালের জুলাই মাসে রেজাউর রহমান অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছিলেন। পরে রেজাউর রহমান এবং কামরুল ইসলামকে বেসিক ব্যাংকে আর ঢুকতে দেয়নি বাচ্চু সিন্ডিকেট। এ বিষয়ে জানতে চাইলে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাশরুর রিয়াজ বলেন, রাজনীতিবিদ, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাংলাদেশ ব্যাংক, ব্যবসায়ী, বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একটি চক্র মিলে ব্যাংকটি লুটপাট করেছে। পুরো ব্যাংক খাতে যে লুটপাটের চক্র গড়ে উঠেছিল বাচ্চু ছিল তারই অংশ। এঁদের সবাইকে একযোগে জবাবদিহির আওতায় আনা উচিত। খবর , বাংলাদেশ প্রতিদিন।

এ বিষয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক ড. মুস্তফা কে মুজেরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, চেয়ারম্যান হিসেবে শেখ আবদুল হাই বাচ্চু বড় অপরাধী, তাতে কোনো সন্দেহ নাই। একই সঙ্গে পরিচালনা পর্ষদে যাঁরা ছিলেন, ব্যাংকের ব্যবস্থাপনায় যাঁরা ছিলেন, বিশেষ করে ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা লুটপাটের কার্যক্রম বাস্তবায়ন করেছেন। তিনি আরও বলেন, তদারকি সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকেরও দায় আছে। কারণ তারা লুটপাট করতে দিয়েছে, কোনো ব্যবস্থা নেয় নাই। বেআইনিভাবে ব্যাংকটি লুটপাট করা হয়েছে। যারা বাচ্চুকে চুরি করার জন্য দরজা খুলে দিয়েছে, সহায়তা করেছে তারাও অপরাধী। বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় এবং সরকারও এই লুটপাটের সঙ্গে জড়িত। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এই নজরদারির মধ্যে থাকার কথা ছিল। কাজেই এই অপরাধের জন্য অর্থ মন্ত্রণালয়, সরকার, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট কেউ দায়ভার এড়াতে পারে না। নিজ নিজ দায়িত্ব পালন না করার কারণে সবাই অপরাধী। বেসিক ব্যাংক লুটপাটের সঙ্গে যারা জড়িত সবাই বেআইনি সুযোগ সুবিধা গ্রহণ করেছে। কাজেই তাদের সবারই বিচার হওয়া উচিত। এদিকে বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ঘটনায় দায়ের করা ১৬ দুর্নীতির মামলার তিন তদন্তকারী কর্মকর্তাকে তলব করেছেন আদালত। তাঁদের বিরুদ্ধে অভিযোগ হলো, তাঁরা ত্রুটিপূর্ণ প্রতিবেদন আদালতে উপস্থাপন করেছেন। এসব প্রতিবেদনে ব্যাংক পর্ষদে যাঁরা ছিলেন বিশেষ করে যাঁরা সরকারি কর্মকর্তা হিসেবে পর্ষদ সদস্য ছিলেন, তাঁদের বাদ দিয়ে প্রতিবেদন তৈরি করা হয়েছে। ঢাকার ১ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবুল কাশেম গত বৃহস্পতিবার এ আদেশ দেন। আদেশে ব্যাংকের দুর্নীতির সঙ্গে পরিচালনা পর্ষদ জড়িত কি না, সে বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন আদালত। তলব করা কর্মকর্তারা হলেন দুদকের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম, উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম ও সিরাজুল হক। এই তিন কর্মকর্তা মামলাগুলো তদন্ত করে চার্জশিট দাখিল করেছেন।

 Save as PDF
এই বিভাগের আরো খবর

নামাযের সময়

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • Invalid Adjusted Time
  • Invalid Adjusted Time
  • Invalid Adjusted Time
  • Invalid Adjusted Time
  • Invalid Adjusted Time
  • Invalid Adjusted Time

বিগত মাসের খবরগুলি

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১