নিউজ ডেস্ক:
জিরো ফিগার, প্লাস সাইজ, আওয়ার গ্লাসসহ নানা রকম শব্দে নারীদেহ বর্ণিত হয়। নিখুঁত শরীরের সংজ্ঞা এক এক ব্যক্তির কাছে এক এক রকম হতে পারে।
তবে নারীদের নিখুঁত শরীর কেমন হওয়া উচিত তা নিয়ে করা একটি বিজ্ঞান সম্মত সমীক্ষায় দেখা গেছে, মডেল-অভিনেত্রী কেলি ব্রুকের শরীর একেবারে নিখুঁত।
সম্প্রতি টেক্সাস বিশ্ববিদ্যালয় এই সমীক্ষা করে। সমীক্ষায় বিষয় ছিল নিখুঁত নারীদেহ। তাতে উচ্চতা, ওজন, চুলের লেংন্থ, মুখের গড়ন ইত্যাদি সব কিছুই বিবেচনার বিষয় ছিল। এসব মাপকাঠি অনুযায়ী সবচেয়ে নিখুঁত শরীরের অধিকারিনী হিসাবে কেলি ব্রুকের নাম উঠে আসে।
বৈজ্ঞানিকদের মতে, ‘নারীদেহ একেবারে প্রাকৃতিক এবং বিজ্ঞানসম্মতভাবে পারফেক্ট।’ তাই সৌন্দর্যের জন্য আলাদা করে ছুরি-কাঁচি চালানোর কোনও প্রয়োজন নেই। কেলি কখনও প্লাস্টিক সার্জারির সাহায্য নেননি।
সমীক্ষার ফলাফলে দাবি করা হয়েছে, কেলির মতো শরীর সুস্থ, এনার্জিতে ভরপুর এবং সবল দেহের পরিচায়ক। শুধু তাই নয়, তার মতো শরীর পুরুষদের চোখে খুবই কামোত্তেজকও বটে।