নিউজ ডেস্ক:
২০১৪ সালে রহস্যজনকভাবে ২৩৯ জন যাত্রীসহ নিখোঁজ হয় মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ৩৭০ বিমানটি। অনেক অনুসন্ধান তৎপরতার পরও নিরাশ হয় কর্তৃপক্ষ কোনও হদিসই পাওয়া যায়নি বিমানটির। এমনকি কোনও ধ্বংসাবশেষও নয়।
তবে বিমানটির ধ্বংসাবশেষের নতুন করে সন্ধান পাওয়ার আভাস দিয়েছেন বিশেষজ্ঞরা। অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা ভারত মহাসাগরের দক্ষিণে প্রধান অনুসন্ধান অঞ্চলের উত্তরে এটি শনাক্তের ইঙ্গিত দিয়েছেন। সম্ভাব্য শনাক্তের স্থানটি ভারত মহাসাগরের দক্ষিণে এর আগের অনুসন্ধান জোনের প্রায় ২৫ হাজার বর্গ কিলোমিটার (৯ হাজার ৭শ’ বর্গ মাইল) উত্তরে অবস্থিত একটি এলাকা বলে জানিয়েছেন তারা।
উল্লেখ্য, ২০১৪ সালের ৮ই মার্চ মালয়েশিয়ান এয়ারলাইন্স পরিচালিত বিমানটি কুয়ালালামপুর থেকে উড্ডয়নের ঘণ্টাখানেক বাদে নিরুদ্দেশ হয়ে যায়। বিমানটিতে ১৫টি দেশের ১২ জন কর্মী ও ২২৭ জন যাত্রীসহ মোট ২৩৯ জন যাত্রী ছিলেন যাদের অধিকাংশই চীনা। ২৪ মার্চ তারিখ পর্যন্ত এর হদিশ করা যায় নি বা কোথাও কোনো ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয় নি। তবে বিভিন্ন পদ্ধতিতে অনুসন্ধান তৎপরতা অব্যাহত থাকে। ১৬ মার্চে তদন্তকারীরা জানিয়েছিলেন যে সম্ভবত বিমানটি ছিনতাই হয়েছিল। ২৪ মার্চ তারিখে মালয়েশিয় সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে, (সম্ভবত) ভারত মহাসাগরের দক্ষিণাংশে বিমানটি আকাশ থেকে পড়ে যায় এবং এর যাত্রীরা কেউ বেঁচে নেই। অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও চীন গত জানুয়ারি মাসে বিমানটি অনুসন্ধানে গঠিত তাদের মিশনের সমাপ্তি ঘোষণা করে।
সূত্র: বিবিসি ও উইকিপিডিয়া