সন্দেহভাজন ড্রোনকে ধ্বংস করতে পারবে মার্কিন সেনা: পেন্টাগন !

0
20

নিউজ ডেস্ক:

প্রতিপক্ষের হামলা থেকে বাঁচতে সতর্ক অবস্থানে আছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। আর তারই জের ধরে এবার সেনাদের জন্য নয়া নির্দেশ জারি করে জানানো হয়েছে, আমেরিকার সেনা শিবিরগুলো যদি কোনো ড্রোন থেকে বিপদের আশঙ্কা করে তাহলে সেগুলোকে ধ্বংস করে দিতে পারে।

পেন্টাগনের পক্ষ থেকে নৌবাহিনীর ক্যাপ্টেন জেফ ডেভিস জানিয়েছেন, সেনার বিভিন্ন বিভাগকে এই বিষয়ে অবগত করে দেওয়া হয়েছে। এবং দেশের বিভিন্ন স্থানে এই বার্তা পৌঁছেও দেওয়া হবে।

এই নয়া নীতি সম্পর্কিত বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে। তবে ক্যাপ্টেন ডেভিস জানিয়েছেন, যেসব শিবিরকে নো-ফ্লাই জোন হিসেবে ঘোষণা করা হয়েছে সেখানে যদি কোনো ড্রোন প্রবেশ করে এবং তা থেকে বিপদের সম্ভাবনা রয়েছে মনে হলে সেগুলোকে ধ্বংস করে দেওয়া যেতে পারে।

ডেভিস আরও জানিয়েছেন, তাদের কাছে আত্মরক্ষার অধিকার রয়েছে। যেখানে সামরিকক্ষেত্রে ড্রোনের মতো ইস্যু হয় সেখানে যথেষ্ট ক্ষমতা প্রদান করা হয়। তাই এক্ষেত্রে এইসব সন্দেহভাজন বা ক্ষতিকারক ড্রোনগুলো ট্র্যাক করা থেকে সেগুলোকে নিষ্ক্রিয় বা নষ্ট করার মতো ক্ষমতা দেওয়া হয়েছে।