বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

সন্তানদের প্রতি অভিভাবকদের সজাগ থাকতে হবে !

নিউজ ডেস্ক:

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, সন্তানদের প্রতি অভিভাবকদের সজাগ থাকতে হবে। সন্তানরা যেন জঙ্গিবাদে জড়াতে না পারে।

বৃহস্পতিবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে এ কে এম শহীদুল হক বলেন, ‘দেখা গেছে অনেক কোমলমতি মেধাবী ছাত্র উগ্র মৌল বা জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে। তারা দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত ছিল। গোপনে করেছে জঙ্গি কর্মকাণ্ড। ইতিমধ্যে তাদের অনেকেই নিহত হয়েছে। কিন্তু তারাও দেশের জন্য কাজ করতে পারতো। এ কারণে শিক্ষার্থীরা ঠিকমতো স্কুল-কলেজ যাচ্ছে কি না তার খবর রাখতে হবে অভিভাবকদের। তারা কোথায় যাচ্ছে, আচার-ব্যবহারে পরিবর্তন আছে কি না তা সঠিকভাবে দেখভাল করতে হবে। সন্তান এখনো নিখোঁজ থাকলে তা পুলিশকে জানাতে পারেন অভিভাবকরা।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ও শিশু দিবসের চিত্রাঙ্কন প্রতিযোগিতার অনুষ্ঠানে পুলিশ প্রধান বলেন, ‘বাংলাদেশের ইতিহাস বলতে গেলে বঙ্গবন্ধুর কথা সবার আগে বলতে হবে। এ জন্য শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর জীবন, তার আচার-ব্যবহার কেমন ছিল তা অভিভাবকদের তুলে ধরতে হবে।’

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular