বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

সন্তানদের আবদারে এক হচ্ছেন ব্রাঞ্জেলিনা!

নিউজ ডেস্ক:

ব্রাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি হলিউডের আইকনিক তারকাজুটি ছিলেন তারা। ভক্তরা ভালবেসে তাদের ডাকতেন ব্রাঞ্জেলিনা বলে। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক শেষে বিয়েও করেছিলেন তারা। কিন্তু সেই সম্পর্কের বিচ্ছেদ ঘটে বিয়ের মাত্র দুবছর পরই।

বিচ্ছেদের পর থেকেই আলাদা থাকেন এ দুই তারকা। দত্তক নেয়া ছয় সন্তানকে নিয়ে অ্যাঞ্জেলিনা জোলি আলাদা বাড়িতেই থাকেন। এরইমধ্যে নতুন করে জানা গেল, আবারও এক হচ্ছেন তারা। আর এই এক হওয়ার উদ্দেশ্য বড়দিনের উৎসব।

সামনেই আসছে বড় দিন। আর সে উৎসব উপলক্ষে দিনটি সন্তান ও সাবেক স্ত্রীর সাথে কাটানোর ইচ্ছা পোষন করেছেন ব্রাড। কিন্তু অ্যাঞ্জেলিনা প্রথমে তাতে অনুমতি দেননি।
কারণ তিনি পরিকল্পনা করেছিলেন সন্তানদের নিয়ে কম্বোডিয়া যাবেন ক্রিসমাস পালন করতে। কিন্ত সেসময় সন্তানরা আবদার করেন অন্তত আর একবার আগের মতো সবাই একসাথে ক্রিসমাস পালন করা হোক।

সন্তানদের আবদার তো আর ফেলতে পারেন না জোলি। তাই আগামী ক্রিসমাসে আবারো একসঙ্গে হচ্ছেন এই আলোচিত তারকা জুটি। গুঞ্জন শোনা যাচ্ছে জোলির পরবর্তী ছবির প্রযোজনাও করবেন ব্রাড পিটের প্রযোজনা প্রতিষ্ঠান।

Similar Articles

Advertismentspot_img

Most Popular