নিউজ ডেস্ক:
ছোট্ট শিশুরা কম বেশি দুষ্টুমি করে থাকে এটাই স্বাভাবিক। তাই বলে ওই শিশুকে লকারে বন্দী করে রাখতে হবে এমনটা নিশ্চয়ই কাম্য নয়। তবে এবার ব্যক্তিগত আনন্দ উদযাপনের জন্য এমন কান্ড ঘটিয়েছেন চীনের এক দম্পতি। তাদের কন্যাসন্তানকে বন্দী রেখেছেন লকারে। এমন অমানবিক আচরণ হতবাক করেছে বিশ্বকে।
ঘটনাটি ঘটেছে চীনের ইয়াংজিয়াং শহরের গুয়াংডং এলারকার বাথ হাউজে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া ঘটনাটির ভিডিওতে দেখা গেছে, শিশুটির মা লকার থেকে তার মেয়েকে বের করছে। তার বাবা ও ভাইবোনেরাও সেসময় পাশে দাঁড়িয়ে ছিল!
চীনের কান নিউজে প্রকাশিত খবরে বলা হয়েছে, পরিবারটি সম্ভবত তাকে সেখানে রেখে গিয়েছিল কারণ তারা চাইল্ড কেয়ারের জন্য টাকা দিতে চায়নি। সৌভাগ্যক্রমে লকার রুমের এক কর্মী প্রথম শিশুর কান্না শুনতে পান এবং ১ বছর বয়সি শিশুটিকে দ্রুত উদ্ধারে পদক্ষেপ নেন। ঘটনার ভিডিওতে একজন স্টাফকে লকার খুলে দিতে দেখা যায় এবং শিশুটির মা তাকে কোলে তুলে নেয়।
অনেকে দাবি করেছেন, তার বাবা-মা তাকে সেখানে রেখেছে ‘কারণ এটি সুবিধাজনক’। ঘটনাটি সম্পর্কে পুলিশকে জানানো হয়েছে কিনা তা জানা যায়নি।