নিউজ ডেস্ক:
কাতার থেকে বাংলাদেশে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোয় ১০ লাখ টাকা দামের গাড়ি জিতেছেন বাংলাদেশি যুবক মো. মামুন। তিনি লক্ষ্মীপুরের শ্রীরামপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
কাতারের আল শাহনিয়াতে একটি কোম্পানিতে নির্মাণ শ্রমিক হিসেবে ৮০০ রিয়াল মাসিক বেতনে কর্মরত আছেন মামুন।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে কাতারের রাজধানী দোহা ন্যাশনাল আরবিয়ান এক্সচেঞ্জ থেকে বিজয়ী মামুনের হাতে গাড়ির চাবি তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন আরবিয়ান এক্সচেঞ্জের স্পন্সর কাতারি নাগরিক মো. মুকবুল খালফাহ, কাতারি নাগরিক আব্দুল্লাহ মুকবুল, আরবিয়ান এক্সচেঞ্জের জেনারেল ম্যানেজার বাংলাদেশি নুরুল কবির চৌধুরী, আরবিয়ান এক্সচেঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার বাংলাদেশি আবু ওয়াসিম নুর প্রমুখ।
পরিবারের অার্থিক অনটন দূর করার জন্য তিন বছর আগে পাড়ি জমান কাতারে মামুন। সব সময় বৈধ পথে বাংলাদেশে টাকা পাঠাতেন। লটারির মাধ্যমে টাকা পেয়ে মামুন নিজেকে গর্বিত মনে করেন। মামুন বলেন, এই টাকা দিয়ে কিছুটা হলেও পরিবারের আর্থিক অনটন দূর হবে।